রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজ সরকারি করণ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

আনোয়ার হোসেন আকাশ , রাণীশংকৈল : ঠাকুুরগাওয়ের রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজ সরকারি করণ বাস্তবায়নের দাবিতে ৮ ডিসেম্বর মানব বন্ধন করেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের প্রধান ফটক হরিপুর-রাণীশংকৈল সড়কে এ কর্মসূচী পালন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সারাদেশে ১৯৯টি কলেজ’র মধ্যে রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজটি সরকারি করণের তালিকাভুক্ত হয়। কিন্তু পরবর্তীতে পাশ্ববর্তী আরেকটি কলেজ নতুন করে আবেদন করার কারনে জটিলতার রূপ নেয়। প্রেক্ষিতে কলেজটি সরকারি করণের কার্যক্রম স্থগিত হয়। কলেজটি সরকারি বাস্তবায়নের দাবিতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সুধিমহল মানব বন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মহাদেব বসাক, অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রভাষক জুলফিকার আলী, অধ্যাপিকা মুনিরা বেগম বিশ্বাস, অধ্যাপক মোঃ রবিউল ইসলাম প্রমুখ।  কলেজ সরকারি করণ বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে সড়ক অবরোধ সহ নানা কর্মসূচীর হুসিয়ারি দেন বক্তারা।

Comments (০)
Add Comment