রায়ে সরকারের চক্রান্ত ব্যর্থ- রিজভী

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া দেশের সর্বোচ্চ আদালতের রায়ের সিদ্ধান্তকে জনগণের বিজয় হিসেবে আখ্যায়িত করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘সরকার বিচার বিভাগকে করায়ত্ত করার যে দুরভিসন্ধি করেছিল আজ সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে সেই চক্রান্ত ব্যর্থ হলো। ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হবে।’
সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রায় পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বর্তমান জাতীয় সংসদের যে কম্পোজিশন তাতে উচ্চ আদালতের বিচারকগণের অপসারণ করার ক্ষমতা জাতীয় সংসদের ওপর ন্যস্ত থাকলে সেখানে চরম দলীয় কর্তৃত্বের প্রতিফলন ঘটতো এবং নিরপেক্ষতা ও ন্যায়বিচার ক্ষুন্ন হতো। বিচারকগণকে নানাভাবে প্রভাবিত করতে তারা চাপ প্রয়োগের সুযোগ পেতো। সুপ্রিম কোর্টের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে জাতীয় সংসদের মাধ্যমে ক্ষমতাসীন দলের আদালতের ওপর অনাকাঙ্খিত হস্তক্ষেপের নিশ্চিত সম্ভাবনা দূরীভূত হলো।’
বিএনপির এই নেতা বলেন, ‘সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে জনগণের মনে ন্যায় বিচারের নিশ্চয়তার আশ্বাস আরও গভীরভাবে প্রোথিত হলো। আমি সুপ্রিম কোর্ট কর্তৃক ষোড়শ সংশোধনীতে অবৈধ ঘোষণার সিদ্ধান্তকে-বিএনপির পক্ষ থেকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি।’ব্রেকিংনিউজ

Comments (০)
Add Comment