লরিয়াস অ্যাওয়ার্ড জিতলেন নাদাল ও ওসাকা

টেনিস তারকা নাউমি ওসাকা। ছবি : সংগৃহীত

দ্বিতীয়বারের মতো লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জিতলেন স্প্যানিস টেনিস তারকা রাফায়েল নাদাল। আর, নারী বিভাগ থেকে এই পুরস্কার জিতেছেন জাপানের নাওমি ওসাকা।

গতকাল বৃহস্পতিবার স্পেনের সেভিয়ায় ভার্চুয়ালি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর আগে ২০১১ সালে সম্মানজনক এই পুরস্কার জিতেছিলেন নাদাল। আর ক্যারিয়ারে প্রথমবার এই পুরস্কার পেলেন ওসাকা।

 

গত বছরের ফ্রেঞ্চ ওপেন জিতে রজার ফেদেরারের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসান নাদাল। পাশাপাশি শিরোপা জয়ের রেকর্ড গড়েন।

 

অন্যদিকে প্রথমবার পাওয়া ওসাকা গত বছর ইউএস ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন।

এ ছাড়া বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে গত বছরের চ্যাম্পিয়নস লিগ জয়ী জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ। স্পোর্টিং ইন্সপায়ারেশন অ্যাওয়ার্ড জিতেছেন লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। আজীবন সম্মাননা পেয়েছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি টেনিস খেলোয়াড় বিলি জন কিং।

 

২০০০ সাল থেকে পুরস্কারটি দেওয়া হচ্ছে। পুরুষ বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার সেরা হয়েছেন ফেদেরার। আর নারী বিভাগে সবচেয়ে বেশি চারবার জিতেছেন সেরেনা উইলিয়ামস।

 

Comments (০)
Add Comment