‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে : বাহাউদ্দিন নাছিম

মুজিব বর্ষে বগুড়ার শেরপুরে ১০০ বিঘা জমির বিশাল ‘ক্যানভাসে’ ফুটিয়ে তোলা হয়েছে জাতির পিতার মুখ, তা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

 

বাহাউদ্দিন নাছিম এনটিভি অনলাইনকে বলেন, আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদকে ই-মেইল করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছে।

 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ ফুটিয়ে তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর উদ্যোগটি নিয়েছিল শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদ। এই পরিষদের আহ্বায়ক ও পৃষ্ঠপোষক নাছিম। এই উদ্যোগে শেরপুর উপজেলায় ১০০ বিঘা আয়তনের ধানক্ষেতের বিশাল ‘ক্যানভাসে’ ফুটিয়ে তোলা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নান্দনিক প্রতিকৃতি। এর নাম দেওয়া হয়েছে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’।

 

বাহাউদ্দিন নাছিম জানান, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এটা একটা বড় উপহার। এর মাধ্যমে বাংলাদেশের মর্যাদার জায়গাটা আরও প্রশস্ত হলো।

 

Comments (০)
Add Comment