শেরপুরে মেধা উন্নয়ন ট্রাস্টের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও সার্টিফিকেট বিতরণ

শেরপুর(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মেধা উন্নয়ন ট্রাস্টের ২০১৯ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার দুপুরে শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল এ্যান্ড কলেজ চত্ত¡রে বিশিষ্ট শিক্ষাবিধ ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম সাকিম উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রভাষক মাহমুদুল হাসন শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মেধা উন্নয়ন ট্রাস্টের পরিচালক ডা. আব্দুল কাদের, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জজ কোর্টের এজিপি এ্যাড. শাহাদৎ হোসেন, উপজেলা শিক্ষা অফিসের ইনস্ট্রাক্টর ইউআরসি সায়েদুর রহমান, শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল এ্যান্ড কলেজের উপদেষ্টা লেঃ কর্নেল অবঃ আলহাজ¦ ইউসুফ উদ্দিন, পরিচালক শফিকুল ইসলাম মিটু, প্রাক্তন প্রধান শিক্ষক রেজাউল করিম, শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুলের প্রধান শিক্ষক আজিজার রহমান প্রমূখ।
অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করেন শেরপুরে মেধা উন্নয়ন ট্রাস্টের পরিচালকের মেয়ে ঢাকার সোহরাওয়ার্দি মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের ছাত্রী সুষমা আফরিন রেটিনা, কবিতা আবৃত্তি করেন ২০১০ সালে বৃত্তিপ্রাপ্ত ছাত্রী জান্নাতুল ফেরদৌস কথা। সার্টিফিকেট বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments (০)
Add Comment