সকল এনজিও নজরদারিতে রয়েছে -সমাজকল্যান প্রতিমন্ত্রী

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট : জঙ্গি তৎপড়তা দমনে দেশী-বিদেশী সকল এনজিও, দাতা সংস্থার কার্যক্রম নজরদারি করা হচ্ছে। এগুলোর বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমে সম্পুক্ততা পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জঙ্গিদের মদতদাতারা যতই শক্তিশালী হোক, জঙ্গিদের অর্থ কিংবা যেকোন ধরনের সহযোগীতার প্রমান মিললে এনজিও’র রেজিষ্ট্রেশন বাতিলসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলায় সমাজকল্যান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ বন্যার্তদের মাঝে ত্রান বিতরন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
বন্যাদুর্গতদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার বন্যার্তদের পাশে দাড়িয়ে পর্যাপ্ত ত্রান সহায়তা পৌছে দিয়েছে। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তিস্তাসহ সকল নদ-নদীতে বাঁধ নির্মান করে স্থায়ীভাবে বন্যা সমস্যা সমাধান করা হবে। এ ব্যাপারে ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রনালয়ের সাথে কথা হয়েছে বলেও প্রতিমন্ত্রী জানান।
এর আগে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহীদ সোহরাওয়ার্দী, লালমনিরহাট সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোশারফ হোসেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহম্মেদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন, কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আবু সুফিয়ান প্রমূখ।
পরে প্রতিমন্ত্রী লালমনিরহাটের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। এইদিন সমাজ কল্যান মন্ত্রনালয়ের অর্থায়নে ৪৫০ ব্যাগ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

Comments (০)
Add Comment