সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর আদায়ে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত বগুড়া শেরপুরের সহকারী কমিশনার (ভূমি)’র সম্মাননা স্মারক লাভ

শেরপুর(বগুড়া) প্রতিনিধি: লক্ষ্যমাত্রা অতিক্রম করে সর্বোচ্চ ভুমি উন্নয়ন কর আদায়ে বগুড়া জেলার মধ্যে শ্রেষ্ঠতার স্থান লাভ করায় স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ আদায়কারী হিসেবে শেরপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ ফিরুজুল ইসলামকে ২০১৫-২০১৬ অর্থ বছরে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত করে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেছেন জেলা প্রশাসন।
জানা গেছে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে গত ১১ আগস্ট বগুড়া জেলা রাজস্ব সম্মেলনে জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন উক্ত সম্মাননা স্মারক প্রদান করেন। প্রাপ্ত তথ্য মতে, বগুড়া জেলাধীন শেরপুর উপজেলার ২০১৫-২০১৬ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর আদায়ের দাবী নির্ধারিত হয় ১,৫১,৬৭,৩০০/-(এক কোটি একান্ন লক্ষ সাতষট্টি হাজার তিনশত) টাকা। শেরপুর উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টা, বিভিন্ন একালায় মাইকিং, ক্যাম্পেইন ইত্যাদি প্রচারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে বিগত ৩০ জুন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভূমি উন্নয়ন কর আদায় করেন ১,৫৫,২০,২০২/- (এক কোটি পঞ্চান্ন লক্ষ কুড়ি হাজার দুইশত দুই) টাকা- যা দাবীর তুলনায় ৩,৫২,৯০২/- (তিন লক্ষ বাহান্ন হাজার নয়শত দুই) টাকা বেশী। সার্বিক আদায়ের হার ১০২.৩৩% হবে উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস সুত্রে জানা গেছে। উপজেলা ভুমি কর্মকর্তা ও সহকারী কর্মকর্তাদের ভুমি কর আদায়ে লক্ষ্যমাত্রার অতিরিক্ত কর আদায়ে সক্ষম হওয়ায় বগুড়া জেলা প্রশাসন ভূমি উন্নয়ন কর আদায়ে এ সফলতার জন্য সংশ্লিস্ট কর্মকর্তা-কর্মচারীসহ শেরপুরবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শেরপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ ফিরুজুল ইসলামকে সম্মানননা প্রদান সহ ও উপজেলার ভবানীপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামকে ১১১% ভূমি উন্নয়ন কর আদায় করায় তাকেও অনুরূপ স্মারক সম্মাননা প্রদান করেন বলে সংশ্লিস্ট সুত্রে জানা গেছে।

রাজশাহী বিভাগসারাদেশ
Comments (০)
Add Comment