সাকিবহীন বাংলাদেশ এক উইকেট কম নিয়ে খেলছে: গম্ভীর

স্পোর্টস ডেস্ক: ভারতের মাটিতে প্রথমবারের জন্য মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। টি-২০ ম্যাচে মুখোমুখির আগে আলোচনায় দিল্লি আবহাওয়া। সেখানে চরম আকার ধারণ করেছে বায়ুদূষণ। বায়ু দূষণের ফলে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারত-বাংলাদেশ ম্যাচ ছাড়া দিল্লিতে সবই এখন বন্ধ।

দূষণের মধ্যেই ম্যাচ নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। রবিবার (৩ নভেম্বর) ম্যাচের আগে টাইমস অব ইন্ডিয়ায় লেখা এক কলামে তিনি লেখেন, ‘ক্রিকেট এক মজার খেলা হলেও দিল্লির পরিস্থিতি বাংলাদেশের জন্য কিছুটা অস্বস্তিতে। দেখা যাক কী হয়। আমি বাংলাদেশ দলকে ধন্যবাদ জানাই। ভারতের রাজধানীর এই দূষণের পরও তারা খুব একটা অসন্তোষ প্রকাশ করছে না। দিল্লি আসলে এখন খেলার জন্য আদর্শ জায়গা না।’

এই ম্যাচ নিয়ে গম্ভীর বলেন, যেভাবেই দেখুন না কেন, বাংলাদেশ এক উইকেট কম নিয়ে খেলছে। কারণ সাকিব তাদের দলের জন্য খুবই বড় একজন ক্রিকেটার। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সাকিব আমার সতীর্থ ছিলেন। আমি জানি, সাকিব তার দিনে কী করতে পারে। সাকিবের নিষেধাজ্ঞার খবর আসার আগে আমি ভেবেছিলাম, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চেয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজটা বেশি প্রতিদ্বন্দ্বীতার হবে। সাকিবের ঘটনা সেই সম্ভাবনা কমিয়ে দিয়েছে।’

Comments (০)
Add Comment