সিংড়ায় কৃষকদের মাঝে ধান কাটার যন্ত্র বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে ২টি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কোর্টমাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এই কৃষি যন্ত্র বিতরণ করেন, পৌর মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান, জেলা প্রশিক্ষণ অফিসার বেলাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন সুলতানা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন জানান, খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে এই কৃষি যন্ত্র বিতরণ করা হচ্ছে। যন্ত্রটির মাধ্যমে সল্প খরচে ঘন্টায় ১বিঘা জমির ফসল কর্তন, মাড়াই, ঝাড়াই ও প্যাকেট জাত করা যাবে। যন্ত্রটির মূল্য ৭লাখ টাকা। সরকার কৃষকদের আগ্রহ বাড়াতে ৫০% ভর্তুকিতে মাত্র ৩লাখ ৬০হাজার টাকায় দিচ্ছে।

Comments (০)
Add Comment