সিংড়ায় জটিল রোগে আক্রান্ত রিমি বাঁচতে চায়

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় জটিল রোগে আক্রান্ত ৮ম শ্রেনীর ছাত্রী রিমির চিকিৎসা খরচ বহন করতে হিমশিম তার পরিবার। তার চিকিৎসার জন্য প্রায় ৪০ লাখ টাকা প্রয়োজন। রিমির বাবা কাঁচামালের ব্যবসায়ি আব্দুর রশিদ কোনমতে তার চিকিৎসা খরচ চালাচ্ছে। রিমি উপজেলার শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দি উচ্চ বিদ্যালয়ের মেধাবি ছাত্রী।
রিমির স্বজনরা জানায়, গত ৩মাস থেকে হঠাৎ করে সে জ্বরে আক্রান্ত হয়। তারপর থেকে নাটোর রাজশাহীতে পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে সে জটিল রোগে আক্রান্ত। তার শরীরের রক্ত পরিবর্তন করতে হবে।
রিমির বাবা আঃ রশিদ জানান, ধীরে ধীরে নুইয়ে পড়ছে রিমির জীবন। প্রতি মাসেই তাকে রক্ত দিতে হয়। প্রতিদিন চিকিৎসা খরচ বাবদ ৫শ টাকা খরচ হয়।
রিমির উন্নত চিকিৎসা নিতে ব্যয় হবে প্রায় ৪০ লাখ টাকা। কিন্তু তার পরিবারের পক্ষে এত টাকা ব্যয় বহন করা কষ্টসাধ্য ব্যাপার। রিমিকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্যের ঠিকানা: আঃ রশিদ, ভাগনাগরকান্দি, সিংড়া, নাটোর। রুপালী ব্যাংক সিংড়া শাখার হিসাব নং ১৬৭২৫,বিকাশ পারসোনাল ০১৭৪৬-২৬৭২৪৩ (রিমির বাবা)।

Comments (০)
Add Comment