সেন্সরে জমা পড়েনি আলোচিত তিন ছবি

আলমগীর,বিনোদন:
ঈদুল আজহার মাত্র দু’সপ্তাহ বাকি। অথচ ঈদের সিনেমা হিসেবে আলোচনায় থাকা ‘রক্ত’, ‘বসগিরি’ ও ‘শুটার’ সোমবার বিকেল ৫টা পর্যন্ত সেন্সর বোর্ডে জমা পড়েনি।

সেন্সর বোর্ডের একজন কর্মকর্তা বলেন, আমাদের অফিস খোলা থাকবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে পর্যন্ত ছবি জমা পড়লে ঈদের সময়ে আমরা বিবেচনা করি, বিশেষ বিবেচনায় দু’একদিনের মধ্যে সেন্সর শোর আয়োজন করি। সাধারণত কোনো সমস্যা না থাকলে ওইদিনই বা তার পরদিন সেন্সর সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করি। যেটা অন্য সময়ে দিই না।’

ওই কর্মকর্তা আরো জানান, বুধবার তিনটি ছবি সেন্সরে জমা পড়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে সেন্সরে সিনেমাগুলো জমার কাগজপত্রে এসেছে।

উল্লেখিত তিনটি ছবির একটি পুরো ইংরেজি, অন্যটি অর্ধেক ইংরেজি নামে। সেক্ষেত্রে ছবিগুলো সেন্সর পাবে কিনা প্রশ্ন ওঠেছে। এর আগে ঈদুল ফিতরে ঝামেলার আশঙ্কায় নাম পাল্টে যায় ‘মেন্টাল’-এর।

এমন প্রশ্নের জবাবে সেন্সর বোর্ড সদস্য ও পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘নিয়ম অনুযায়ী ইংরেজি নামে ছাড়পত্র দেওয়ার কথা না। বোর্ড থেকে স্বাভাবিকভাবেই আপত্তি উঠবে।’

তিনি আরো বলছিলেন, “বসগিরি’র ক্ষেত্রে হয়ত বিবেচনা হতে পারে। কেননা এ নামে সুন্দর বাংলা ওইভাবে নেই। কিন্তু সেক্ষেত্রে তাদেরকে বোর্ডের আপত্তির পর আবেদন করতে হবে।”

‘রক্ত’ পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। পরী মনির বিপরীতে এ ছবি দিয়ে নায়ক হিসেবে অভিষেক হবে রোশানের। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ।

রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’-এ শাকিব খানের বিপরীতে আছেন নবাগতা বুবলি। একই জুটির ‘বসগিরি’ পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি।

এছাড়া ঘোষণা দিয়েও সরে দাঁড়িয়েছে হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’। মুক্তির সম্ভাবনা থাকা ‘আপন মানুষ’ কয়েক মাস আগেই সেন্সর করিয়েছে। তবে সিনেমাটির একটি গানের দৃশ্যায়ন এখনো বাকি রয়েছে। অন্যদিকে ‘এক রাস্তা’ ঈদে আসার ঘোষণা দিলেও প্রস্তুতিমূলক কোনো তৎপরতা নেই।

Comments (০)
Add Comment