২০২১ সালের এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

করোনা মহামারিতে প্রায় ১০ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে খোলার প্রস্তুতি নিচ্ছে। তবে সপ্তাহে মাত্র একদিন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে শিক্ষার্থীদের, অবশ্য দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস করতে হবে। এদিকে, সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী দীপু মণি জানিয়েছেন সংক্ষিপ্ত সিলেবাসে এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

সোমবার (২৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে এ সিলেবাস প্রকাশ করা হয়েছে।

(সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করতে ক্লিক করুন)

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক পাঠানো ২০২১ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিনাসকৃত পাঠ্যসূচি সংযুক্ত করা হয়েছে। ওই পাঠ্যসূচির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের অবহিতকরণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনক্রমে অনুরোধ করা হলো।

ওই বিজ্ঞপ্তি পুনর্বিন্যসকৃত পাঠ্যসূচির আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) অনুরোধ করা হয়েছে।

 

Comments (০)
Add Comment