অ্যাডভোকেসি প্লাটফর্মের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মহাদেবপর (নওগাঁ) প্রতিনিধি: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দালিত সম্প্রদায়ের অধিকার আদায়ের লক্ষে গঠিত অ্যাডভোকেসি প্লাটফর্মের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হেকস্ ইপার বাংলাদেশ এর আয়োজনে গতকাল মঙ্গলবার নওগাঁ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাভেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, হেকস্ ইপার বাংলাদেশের পার্টনারশিপ ম্যানেজার সাইবুন নেসা, হেকস্ ইপার বাংলাদেশের সিনিয়র পার্টনারশিপ কোঅডিনেটর এএফএম রাকিবুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের ভোকাল পার্সন মদন দাস, ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট কোঅডিনেটর মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ।

সম্মেলনে নওগাঁ, নাটোর, জয়পুরহাট, রাজশাহী ও চাপাইঁনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি, সম্পাদক ও সদস্যরা অংশগ্রহন করেন। এ সম্মেলনে এসব এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দালিত সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং এসব সমস্যা সমাধানে কর্ম পরিকল্পনা গ্রহন করা হয়।

Comments (০)
Add Comment