আইএমএফের কাছ থেকে ঋণ নেবে সরকার : ওবায়দুল কাদের

আজ বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

আইএমএফের কাছে থেকে বাংলাদেশ ঋণ নেবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঋণ আমরা নেবো, তবে কঠিন শর্তে না।’ আজ বুধবার দুপুরে সচিবালয়ের মন্ত্রণালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বেশ কয়েক দিন ধরে আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশে, সে ক্ষেত্রে ঋণ নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব সংকট আমাদের জাতীয় জীবনে সংকট নিয়ে আসছে। মানুষের জীবনযাত্রার খরচ বাড়ছে। ভাবতে পারেন ব্রিটেনে কস্ট অফ লিভিং ৮০% বেড়েছে। এখন দ্রব্যমুল্যের বৃদ্ধির গতিটা একটু কমছে। আশা করছি আস্তে আস্তে স্বস্তিতে আসবে। শান্তি মুখে বললেও বাস্তবে দ্রুত সম্ভব না।’ ওবায়দুল কাদের বলেন ‘আমাদের এখানে ডলারের সংকট আছে। আইএমএফের ঋণ আমরা গ্রহণ করবো, তবে কঠিন শর্ত মেনে না। আলাপ আলোচনা চলছে, অর্থ আমরা নেবো, কঠিন শর্তে না।’

বিএনপি নির্বাচনে আসবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের এই আন্দোলনের লক্ষ্য বর্তমান বৈশ্বিক সংকট উত্তরণ না। তাদের লক্ষ্য রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন। বৈশ্বিক সংকটের কারণে আফ্রিকার দেশ সোমালিয়া প্রতি ৩৬ সেকেন্ডে একজন করে লোক মারা যাচ্ছে। সেখানে তো সরকার পতনের আন্দোলন হয় না। সেখানেও বিরোধী দল আছে। বিএনপি নির্বাচনে আসবে, সেটা আমরা জানি। বাইরে আন্দোলন, ভিতরে নির্বাচন করার প্রস্তুতি তারা নিচ্ছে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে ফেলেছে। টাকা পয়সা কে-কত দেবে হিসাব করে ফেলেছে। আমাদের কাছে তো খোঁজ-খবর আছে। বিএনপি নির্বাচনে আসুক আমরা চাই।’

বিএনপি’র আন্দোলন সম্পর্কে এক প্রশ্নেরর জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের কথা শুনলে তো দেশের মানুষ মনে করে আগুন নিয়ে আসছে। আগুন নিয়ে খেলা। খালেদা জিয়া তো আগে নির্দেশ দিয়েছিল। আস্তে আস্তে আন্দোলনের নামে তৈরি হচ্ছে পরে আগুন নিয়ে খেলবে। আমাদের খেলা আগুন নিয়ে খেলা না।’