আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা করে মানবাধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর।’

তিনি বলেন, ‘২০০৯ সালে আমরা জাতীয় মানবাধিকার আইন প্রণয়ন করি। ২০১৮ সালের নির্বাচনে আমাদের যে ইশতেহার ছিল তাতেও মানবাধিকার কমিশনের সক্ষমতা বৃদ্ধির অঙ্গীকার আমরা করেছিলাম। কমিশন তদন্ত করে যে সুপারিশ করেছে সরকার গুরুত্বের সঙ্গে তা বাস্তবায়ন করেছে।’ব্রেকিংনিউজ

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইদানিং কিছু কেস আপনারা দেখেছেন খুব দ্রুত শেষ করতে আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে সেই স্বাধীনতাও আমরা বিচার বিভাগকে নিশ্চিত করে দিয়েছি, যেন মানুষ ন্যায়বিচার পায় সেদিকে লক্ষ্য রেখে।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ দেশ এগিয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য, বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো। একটি মানুষও গৃহহারা থাকবে না। বিনা চিকিৎসায় মারা যাবে না। আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘যখন ডিজিটাল বাংলাধেশ ঘোষণা দিয়েছিলাম অনেকেই ঠাট্টা করতেন। এখন আর কেউ ঠাট্টা করে না। এখন ডিজিটাল বাংলাদেশের সুফল সবাই পাচ্ছে। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করেছি। আমাদের নতুন প্রজন্ম আধুনিক জ্ঞানসম্পন্ন হয়ে গড়ে উঠবে।’

Comments (০)
Add Comment