আক্রান্ত ছাড়ালো ৪০০০, মৃত্যু ১২৭ জনের

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১২৭ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৪ হাজার ১৮৬ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ জন। মোট সুস্থ এখন ১০৮ জন।ব্রেকিংনিউজ

বৃহস্পতিবার (২২ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

বুলেটিনে সংযুক্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টার বিস্তারিত তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরে মোট ২১টি প্রতিষ্ঠানে ৩ হাজার ৯২১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৪১৬টি নমুনা। এ পর্যন্ত আমরা নমুনা পরীক্ষা করেছি ৩৬ হাজার ৯০টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৪১৪ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।’

তিনি বলেন, ‘যে ৭ জন মারা গেছেন তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন মহিলা এবং সবাই ঢাকার মধ্যে। তাদের মধ্যে ষাটোর্ধ্ব বয়সী ৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২ জন ও ৪১ থেকে ৫০ বছর বয়সী ১ জন। ২৩.০৩.২০২০ তারিখে আমাদের আক্রান্তের সংখ্যা ছিল ৬ জন। একমাস পর আজ ২৩ এপ্রিল একদিনে আক্রান্ত হলো ৪১৪ জন আর মোট আক্রান্ত ৪ হাজার ১৮৬ জন। বুঝতেই পারছেন ১ মাসে আক্রান্তের সংখ্যা কতটা বেড়েছে। মোট আক্রান্তের ৮৫ দশমিক ২৬ শতাংশই ঢাকা সিটি ও ঢাকা ডিভিশনের মধ্যে। মোট আক্রান্তের মধ্যে পুরুষ ৬৮ শতাংশ, মহিলা ৩২ শতাংশ।’

তিনি আরও বলেন, ‘দেশে নতুন করে আরও তিনটি জেলা করোনা সংক্রমণ হিসেবে সংযুক্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলাতে করোনা ভাইরাস ছড়িয়েছে। নতুন যে তিনটি জেলা সংযুক্ত হয়েছে সেগুলো খুলনা ডিভিশনে।’

ডা. সুলতানা বলেন, ‘ঢাকা শহরে সর্বাধিক আক্রান্তের মধ্যে রাজারবাগ, মোহাম্মদপুর, লালবাগ, যাত্রাবাড়ী, বংশাল, চকবাজার, মিরপুর, উত্তরা, তেজগাঁও এবং মহাখালী। ঢাকা সিটিতে এই দশটি জায়গায় ক্রমান্বয়ে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে।’

Comments (০)
Add Comment