আত্রাইয়ে ভ্যান-অটোরিক্সা সংঘর্ষে বৃদ্ধ নিহত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ভ্যান-অটোরিক্সা সংঘর্ষে আব্দুল মজিদ (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় ভ্যান চালক আন্টু আলী (৪৫) গুরুত্বর আহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১১টা নাগাদ উপজেলা সদরের আত্রাই উচ্চ বিদ্যালয় এলাকায় এঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার জয়সাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে এবং আহত আন্টু আলী একই উপজেলার পবনডাঙ্গা গ্রামের বাহার আলীর ছেলে।
নিহত আব্দুল মজিদের ভাই আব্দুল গণি বলেন,সকালে ভাই মজিদ জমির কিছু কাজকর্মের জন্য উপজেলা সদরে ভূমি অফিসে যান। সেখানে কাজ শেষে ভ্যানযোগে বাড়ী ফিরছিলেন। এসময় পথিমধ্যে আত্রাই উচ্চ বিদ্যালয় এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সাথে মুখোমুখী সংর্ঘষ বাধে। এতে মজিদ এবং ভ্যানচালক আন্টুকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মজিদকে মৃত্যু ঘোষনা করেন।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: রোকসানা হ্যাপি বলেন,আব্দুল মজিদকে হাসপাতালে যখন নিয়ে আসে তখন আমরা তাকে মৃত্যু অবস্থায় পেয়েছি এবং ভ্যান চালক আন্টু চিকিৎসাধীন রয়েছেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, এঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
Comments (০)
Add Comment