আলেপ্পোয় সিরিয়ার বিমান হামলায় নিহত ৯০

আন্তর্জাতিক ডেস্ক : আলেপ্পোয় সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় ৯০ জন বেসামরিক লোক নিহত হয়েছে। শুক্রবার সিরিয়ার জঙ্গি বিমানগুলো আলেপ্পোর পূর্বাঞ্চলে ১৫০ বার বিমান হামলা করে। হামলার এসব খবর সেখানকার স্থানীয় বাসিন্দারা দেশি বিদেশি গণমাধ্যমকে জানিয়েছে। খবর আল জাজিরার।
সিরিয়ার সরকারি বাহিনী জানতে পারে আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহীরা লুকিয়ে আছে। এর ফলে সেখানে নতুন করে বিমান হামলা করার সিদ্ধান্ত নেয়া হয়। বিদ্রোহীদের ৩০ অবস্থান লক্ষ্য করে এই হামলা হয়। এসব হামলায় চারিদিকে আগুন লেগে যায়, তাতে  উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হয়।
আলেপ্পোয় এ নিয়ে দ্বিতীয় দিনের মত বিমান হামলা চালায় দেশটির সরকারি বাহিনী। এসব হামলায় সিরিয়ার বাহিনীকে পেছন থেকে সহায়তা দিচ্ছে রাশিয়া। মূলত রাশিয়ার পরিকল্পনায় এসব হামলা হয়। গত বৃহস্পতিবার রাশিয়ার বিমান বাহিনী থেকে বলা হয়েছিল, তারা আলেপ্পোর পূর্বাঞ্চলে বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

Comments (০)
Add Comment