‘ইউক্রেনের শহরাঞ্চলে ভারী অস্ত্রের ব্যবহার চালিয়ে যেতে পারে রাশিয়া’

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনে নির্বিচারে বোমাবর্ষণ করছে রুশ বাহিনী। ছবি : সংগৃহীত

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনে নির্বিচারে বোমাবর্ষণ করছে রুশ বাহিনী। এ ছাড়া শহুরে এলাকাগুলোতে তারা ভারী অস্ত্রের ব্যবহার চালিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে, ইউক্রেনের প্রতিরোধের কারণে রুশ বাহিনী বৃহৎ আকারে অভিযান চালানোর ক্ষেত্রে অনিচ্ছা প্রকাশ করছে। তবে, বড় শহরগুলোতে নির্বিচারে বিমান হামলা ও বোমাবর্ষণ করছে তারা।

আরও বলা হচ্ছে, সম্ভবত রাশিয়া শহরাঞ্চলে ভারী আগ্নেয়াস্ত্রের ব্যবহার চালিয়ে যাবে। কারণ, এরই মধ্যে রুশ বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

এদিকে, রাশিয়া ইউক্রেনের খারকিভ, চেরনিহিভ ও মারিউপোলসহ বেশ কয়েকটি বড় শহরে হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।