ইতালিতে ভূমিকম্পে নিহত ৩৭ নিখোঁজ ১৫০

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর পেরুজিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। তাছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ১৫০ জন।
ইউএসজিএস জানায়, স্থানীয় সময় বুধবার ভোর ৩টা ৩৬ মিনিটে পেরুগিয়ার ৭৬ কিলোমিটার দক্ষিণে ওই ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে এর আগে ইউএসজিএস বলেছিল ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৪। রাজধানী রোমেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস।
উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে কাজ করছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা।
পেরুজিয়ার মেয়র বলেন, ভূমিকম্পের শহরটির অর্ধেকই ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় লা রিপাবলিকান নিউজের বরাত দিয়ে ইউএসজিএস জানায়, ভূমিম্পটির স্থায়ীত্ব ছিল ২০ সেকেন্ড।
আমারট্রিসের মেয়র সার্জিও পেরোজ্জি বলেন স্থানীয় আরএআই রেডিওকে বলেন, ‘ভূমিকম্পের আঘাতে শহরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ২০০৯ সালে দেশটির অ্যাকুইলা শহরে ভূমিকম্পে ৩০৯ জন নিহত হয়েছিল। ব্রেকিংনিউজ

Comments (০)
Add Comment