ইরানের সঙ্গে আলোচনার পথ উন্মুক্ত: যুক্তরাষ্ট্র

বাতিল হওয়া পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার পথ খোলা বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে দেশটির জতীয় বেতারে দেওয়া এক বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পর ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের মিষ্টি কথায় তেহরান আর বিভ্রান্ত হবে না।

অ্যান্থনি ব্লিংকেন আরও বলেন, আলোচনার আগে ইরানকে অবশ্যই ২০১৫ সালে করা চুক্তি পুরোপুরি মেনে চলতে হবে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ৬ জাতির হওয়া ওই পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে বের হয়ে যায়। এর পর থেকে ইরান ধাপে ধাপে ইউরোনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে দেয়। সম্প্রতি ইরান ২০ মাত্রায় ইউরোনিয়াম সমৃদ্ধ করছে।

মার্কিন পররাষ্ট্র বলেন, আমরা আশা করি ইরান আবারও আলোচনার টেবিলে ফিরে আসবে। কিন্তু তেহরানের দাবি, আলোচনায় বসার আগে অবশ্যই ইরানের ওপর জারি করা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। খবর মিডলইস্ট মনিটর।

Comments (০)
Add Comment