ইসলামের ‘ভুল ব্যাখ্যাই’ জঙ্গিবাদ সৃষ্টি করছে

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদ সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক। এজন্যই জঙ্গিরা অন্য ধর্মের লোকদের হত্যার চেষ্টা করছে বলে জানান তিনি।
শনিবার (৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘প্রেক্ষিত জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন  কমিউনিটি পুলিশিং ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে তিনি এ মন্তব্য করেন। ‘আমার কাগজ’ নামের একটি দৈনিক পত্রিকার ১৪ বছর পূর্তি উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকল মহলের একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণরা যেমন ধর্মের অপব্যাখ্যার দ্বারা জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে, তেমনি তরুণদের আরেক পক্ষ মুক্তমনার চিন্তা করতে গিয়ে ধর্মের নামে নানান কটুক্তি প্রচার করে আসছে। যার কোনটিই সঠিক নয়। আর এর ফলে কিন্তু আসলে মুসলমানরা মুসলমানদেরই মারছে।’
গত মঙ্গলবার রাজধানীর গুলশান, কল্যাণপুর ও শোলাকিয়া হামলার ‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরী ও ব্লগার হত্যায় সন্দেহভাজন চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল হককে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দেন আইজিপি। সে কথা মনে করিয়ে দিয়ে আজ তিনি বলেন, ‘তামিম ও জিয়া যেখানেই থাকুক, কেউ দেখলে বা সন্ধান পেলে সরাসরি পুলিশকে জানান। প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করুন। তথ্যদাতাকে নিরাপত্তা দেয়া হবে। পরিচয় গোপন রাখা হবে।’
সেমিনারে সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘জঙ্গিবাদ একটি বহুমাত্রিক সমস্যা। বর্তমানে উচ্চবিত্তদের সন্তানরা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখন এতে ঝুঁকছে।’
সেমিনারে সভাপতিত্ব করেন দৈনিক আমার কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুল হক ভূইয়া। মূল প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক মীর আশফাকুজ্জামান। আরো উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম ও তথ্য প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর শিকদার।ব্রেকিংনিউজ

Comments (০)
Add Comment