একই ওভারে সাজঘরে শান্ত-লিটন

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ। ছবি : এএফপি

লক্ষ্যটা মাত্র ১৩৯ রানের, টি-টোয়েন্টির হিসেবে যা খুব একটা চ্যালেঞ্জিং নয়। সেই সহজ লক্ষ্য তাড়ায় নেমে দারুন শুরু করেন দুই ব্যাটার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তবে, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। তানজিদের পর এবার সাজঘরে ফিরলেন অধিনায়ক শান্ত ও লিটন। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ আছে।

আজ রোববার (৫ মে) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন তানজিদ ও লিটন। দলীয় ৪১ রানের মাথায় তামিমের বিদায়ে ভাঙে এই জুটি। এন্ডলোভুর বলে বেনেটের হাতে ক্যাচ তুলে ফেরেন সাজঘরে। ১৯ বলে ১৮ রান আসে তার ব্যাট থেকে।

এরপর লিটনকে নিয়ে দলকে এগিয়ে নেন শান্ত। যদিও তাদের জুটি খুব একটা বড় হয়নি। দলীয় ৬১ রানের মাথায় বিদায় নেন শান্ত। ১৫ বলে ১৬ রান আসে তার ব্যাট থেকে। শান্তর পর থিতু হতে পারেননি লিটনও। একই ওভারে জংউইয়ের বলে ক্যাম্পবেলের হাতে ক্যাচ তুলে দিয়ে ২৫ বলে ২৩ রান করে ফেরেন সাজঘরে।

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪১ রানে ৭ উইকেট হারানো জিম্বাবুয়ে তুলেছিল ১২৪। এবার একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে ৪২ রানে ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে শেষ পর্যন্ত দাঁড় করালো ৭ উইকেটে ১৩৮ রানের সংগ্রহ। অর্থাৎ জিততে হলে ১৩৯ করতে হবে বাংলাদেশকে।

Comments (০)
Add Comment