একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, আরও ৩ জনের মৃত্যু

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫৫ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। যা একদিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের রেকর্ড। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৬ হাজার ৪৬২ জন হয়েছে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮, এ পর্যন্ত মোট ১৩৯ জন।ব্রেকিংনিউজ

মঙ্গলবার (২৮ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩০৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা হয়েছে ৪ হাজার ৩৩২টি। তাদের মধ্যে সনাক্ত হয়েছে ৫৪৯ জন। মোট সনাক্ত ৬ হাজার ৪৬২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩ জন। তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তিনজনের বয়স প্রত্যেকেরই ষাটোর্ধ্ব এবং তিনজনই ঢাকার ভেতরে।’

ডা. সুলতানা বলেন, ‘হাসপাতালে ভর্তিকৃত করোনা রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ জন। মোট সুস্থ এখন ১৩৯ জন। তবে বাড়িতে থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের আপডেটটা আমাদের হাতে নেই। তবে তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১১১ জন। এ পর্যন্ত মোট ১ হাজার ২৪৮ জন। গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৪৭ জন, এ পর্যন্ত ৭৮৫ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এসেছেন ২ হাজার ৩৯২ জন। এ পর্যন্ত মোট ১ লক্ষ ৮১ হাজার ৭৯৩ জন। ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৩ হাজার ২৩১ জন। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৭৬ হাজার ৮৪০ জন।’

Comments (০)
Add Comment