এক বছরের জন্য স্থগিত ইউরো চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক: উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের ভাগ্য নির্ধারণে আজ বৈঠকে বসেছিল ইউরোপিয়ান ফুটবল গভর্নিং বডির কর্মকর্তারা। অবশেষে সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন তারা। এক বছরের জন্য স্থগিত করা হয়েছে ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ। আপাতত ২০২১ সাল পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছে উয়েফা।

করোনা ভাইরাসে বিপর্যস্ত এখন পুরো ইউরোপ। ইতালির পর করোনায় কাঁপছে স্পেন। জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড থেকে শুরু ইউরোপের কোনো দেশ বাকি নেই যে করোনা আক্রান্ত হচ্ছে না।

এমন পরিস্থিতিতে আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য জমজমাট ইউরো চ্যাম্পিয়নশিপ আয়োজন সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। শেষ পর্যন্ত ইউরো স্থগিতের ঘোষণাই দিল উয়েফা কর্মকর্তারা।

Comments (০)
Add Comment