কঙ্গোতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তে অন্তত ১৮ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে দুজন কেবিন ক্রুও রয়েছেন। স্থানীয় সময় রবিবার দেশটির পূর্বাঞ্চলীয় গোমা শহরে বিমানটি বিধ্বস্ত হয়।

দেশটির নর্থ কিভু প্রদেশের আঞ্চলিক গর্ভনর অ্যানঝানজু কাসিভিটা কারলি বিবিসিকে জানিয়েছেন, বিমান বিধ্বস্তে ব্যাপক প্রাণহানি হয়েছে। তবে এখনও হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

খবরে বলা হয়, ‘বিজি বি’ নামের একটি কোম্পানি বিমানটি পরিচালনা করতো। গোমা থেকে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয় এবং জনবসতির উপর আছড়ে পড়ে। কিভু প্রদেশের বেনি শহরে যাওয়ার কথা ছিল বিমানটির। বিমানটিতে মোট ১৬ জন যাত্রী ছিল। দুজন কেবিন ক্রু ছিল।
বিমান বিধ্বস্তের পর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Comments (০)
Add Comment