করোনার টিকা নিলেন রাজশাহী জেলা আ’লীগের সাঃ সম্পাদক

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা করোনার টিকা নিয়েছেন। বুধবার দুপুরে তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮ নাম্বার রুম থেকে তিনি টিকা গ্রহণ করেন।

টিকা গ্রহণ শেষে আব্দুল ওয়াদুদ দারা বলেন, পৃথিবীর অনেক দেশই টিকা থেকে বঞ্চিত। দেশে সুন্দর ও সুষ্ঠুভাবে টিকা বাস্তবায়িত হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সুন্দর ব্যবস্থাপনায় বাংলাদেশ কভিড-১৯-এর টিকা পেয়েছে।

করোনার টিকা নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এই টিকার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সবাই নিয়ে সুস্থ আছে। হাসপাতালের বিশেজ্ঞ নার্সরা এই টিকা দিচ্ছেন। তাদেরও সহযোগিতা করছে সেচ্ছা সেবকরা। তিনি সবাই করোনা টিকার নেয়ার আহ্বানা জানান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র রবিউল ইসলাম রবি, আওয়ামীলীগের নেতা আব্দুস সামাদ, ফজলুর রহমান, আবুল কালাম আজাদ সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলন।

 

Comments (০)
Add Comment