কাজিপুরে কন্দাল ফসল উন্নয়ন বিষয়ক কৃষক প্রশিক্ষণ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় কন্দাল (ওল কচু, মুখী কচু, পানি কচু) ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০ জন কৃষককে  প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে (১৭ আগস্ট) সকাল ১০ টার দিকে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন উপ-পরিচালক কার্যালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার এ, কে, এম মফিদুল ইসলাম

এ সময় উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম সহ কৃষক গণ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণে মিষ্টি আলু, মুখী কচু, পানি কচু, লতি কচু, কাসাভাসহ কন্দাল জাতীয় ফসল আবাদে কৃষকের নানা পরামর্শ প্রদান করা হয়

Comments (০)
Add Comment