কুবিতে নাটক ‘১৯৭১’ মঞ্চস্থ

কুবি প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হুমায়ূন আহমেদ রচিত নাটক  ‘১৯৭১’ মঞ্চায়িত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টায় থিয়েটার কুবির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়।
নাটকের দিকনির্দেশনায় ছিলেন তামিম আল হাসান এবং অভিনয় করেছেন যথাক্রমে নাজমুল হাসান, সামিহা আক্তার,  অর্ক গোস্বামী, মাহবুবা চৌধুরী, রিয়াজ উদ্দিন রাকিব,  নিজামুল,  ইশতিয়াক আহমেদ, এ্যানি, মো.হান্নান রাহিম, গুলশান পারভিন,  মিরণ,  রাফি, দ্বীন মোহাম্মদ,  নাঈম ,  মারিয়া।
এসময়  উপস্থিত ছিলেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী আনিছুল ইসলাম, থিয়েটারের সাবেক সভাপতি মেহেদী হাসান এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও তাৎপর্য তুলে ধরা এবং নাম না জানা শত সহস্র বীর শহীদের স্মরনে  আমাদের আজকের এই আয়োজন “বিজয়গাথা”।  যাদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা,  সার্বভৌমত্ব তুলে ধরতে এই নাটক মঞ্চায়ন করা হয়েছে।
Comments (০)
Add Comment