কুড়িগ্রামের রৌমারী বঙ্গবন্ধুর ম্যুরাল সম্পূর্ন্ন নির্মানে শুভ উদ্ধোধনে প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারী উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন-এমপি। শনিবার (১৪) আগস্ট বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা পরিষদের অর্থায়নে, উপজেলা এলজিইডির বাস্তবায়নে এ শুভ উদ্ধোধন করা হয়েছে। এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর ম্যুরান নির্মান কাজের ১৫ ফুট উঁচু ও ১০ ফুট প্রস্তের ৬ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে এ নির্মান কাজ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবদুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা আসাদুজ্জামানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, রেজাউল ইসলাম মিনু সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, হারুন অর রশিদ সভাপতি উপজেলা আওয়ামী যুবলীগ, ঠিকাদার মোস্তাফিজুর রহমান রবিন ও সাংবাদিকসহ প্রমুখ।

Comments (০)
Add Comment