কুড়িগ্রামের রৌমারী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমাবেশে অবিলম্বে মিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও শিক্ষা বাচাও

মাজহারুল ইসলাম, রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি: নানাদাবিতে রৌমারী উপজেলার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধনও স্মারক লিপি পেশ করেন। তাদের দাবী প্রায় দেড় বছরের অধিককাল সময় থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ রয়েছে। বিশ্বব্যাপী করোনার আক্রমনের অজুহাতে প্রায় ৪,৫/৫ কোটি শিক্ষার্থী শিক্ষা থেকে প্রায় বিপন্ন হতে যাচ্ছে।

তারা আরো উল্লেখ্য করেন আমাদের দেশে করোনাকালে অনলাইনে ক্লাস করার কিছু নাটক আমরা দেখেছি। যাদের স্মার্ট ফোন কেনার সামর্থ নেই সেখানে শতকরা ১০ ভাগ বা ২০ ভাগ শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করানো মানে শির্ক্ষাথীদের সঙ্গে তামাশা করা। দুনিয়ার দেশে দেশে করোনা শুরুর ২ মাসের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে। তবে কিন্ত আমাদের বাংলাদেশে খোলা হযনি এমনটাই দাবী তাদের।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ছাত্ররা বলেন যদি এক সীট পর পর যাত্রীরা বসে বাস ট্রেনে যাতয়াত করতে পারে, তাহলে ছাত্রদের এক বেঞ্চ পর পর বসে কেন লেখাপড়া করতে পারবেনা। হাট-বাজার কলকারখানা সবই চলে শিক্ষা প্রতিষ্ঠান কেন চলবেনা। এবিষয়টি জাতি জানতে চায়। অবিলম্বে স্বাস্থ্য বিধি অক্ষুন্ন রেখে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও শিক্ষা বাচাও। বিনামূল্যে শিক্ষা উপকরণ দাও মেস ভাড়াসহ সকল প্রকার বেতন ফি মওকুব কর।

এবং শিক্ষার্থীদের দূরুত ভ্যাকসিন নিশ্চত করুন। এস্মারক লিপি বরাবর সচিব শিক্ষা মন্ত্রনালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,বাংলাদেশ সচিবালয়,ঢাকা ১০০০। মাধ্যম উপজেলা নির্বাহী কর্মকর্তা রৌমারী কুড়িগ্রাম। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ ২৩/০৬/২০২১ সকাল এগারোটা দিকে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে এসে বক্তাতারা বক্তব্যে এসব দাবী তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারক লিফি পেশ করেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাধারন সমাপাদক কমরেড শেখ মোহম্মদ আব্দুল খালেক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রৌমারী উপজেলা শাখার সভাপতি,রাশেদুজ্জামান, সংগঠক শিমুলসহ আরো অনেকে ।

Comments (০)
Add Comment