কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ও ইভিএম প্রসঙ্গে বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষ নেতারা।

রবিবার (২৬ জানুয়ারি) বিকেল সোয়া ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান সাবিহ উদ্দিন আহমেদ, উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ, বিএনপির ফরেন উইং নেতা শ্যামা ওবায়েদ, জেবা আমিন খান প্রমুখ উপস্থিত রয়েছেন।

ঢাকায় নিযুক্ত কূটনৈতিক প্রতিনিধিদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে, ভারত, তুরস্ক, ডেনমার্ক, জার্মানি, ইউরোপ ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মরোক্কো, ইউএসএআইডি এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনার উপস্থিত আছেন।

Comments (০)
Add Comment