খুলনায় শ্যালক হত্যা মামলায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি: খুলনার তেরখাদা উপজেলায় কুড়াল দিয়ে কুপিয়ে শ্যালক কালু খাঁ হত্যা মামলায় ভগ্নিপতি আমিনুল খাঁকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

আদালত ও মামলার সূত্রে জানা যায়, নিহত কালু খাঁর বোন তার স্বামী আমিনুলের সঙ্গে মনোমালিন্যের জের ধরে উপজেলার কুশলা (চরপাড়া) এলাকার ভাইয়ের বাড়িতে চলে আসে। পরে স্ত্রীকে ফিরিয়ে নিতে আসলে তাদের সঙ্গে তুমুল ঝগড়া হয় আমিনুল খাঁর।

এ ঘটনার জেরে ২০১৭ সালের ৯ আগস্ট রাত প্রায় ১২টার দিকে বারান্দায় শুয়ে থাকা শ্যালক কালু খাঁকে ধারালো কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ভগ্নিপতি আমিনুল। এ সময় নিহত কালু খাঁর স্ত্রী তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে মারাত্মক জখম করা হয়।

এ ঘটনায় ওই বছরের ১০ আগস্ট নিহতের বড় ছেলে মো. আশানুর খাঁ বাদী হয়ে লুৎফার খাঁর ছেলে আমিনুল খাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে রবিবার দোষী সাব্যস্ত হওয়ায় আসামি আমিনুলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালথ।

Comments (০)
Add Comment