গাইবান্ধায় কিশোর সাম্য হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

                                                      আশিকুর রহমান সাম্য। ছবি: যুগান্তর

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় আশিকুর রহমান সাম্য (১৪) নামে এক কিশোর হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সে গোবিন্দগঞ্জ পৌর মেয়র আতাউল রহমান সরকারের ছেলে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। এ মামলায় অপর আট আসামির পাঁচ বছরের জেল ও এক লাখ টাকা করে জরিমান দেয়া হয়েছে।

গাইবান্ধা জজকোটের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক এসব তথ্য নিশ্চত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর নিখোঁজ হয় আশিকুর রহমান সাম্য। নিখোঁজের একদিন পর ২৫ সেপ্টেম্বর সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের বর্ধনকুঠি বটতলা এলাকার একটি সেপটিক ট্যাংক থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ওই হত্যা ঘটনায় তার বাবা আতাউর রহমান সরকার বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পৌর কমিশনার জয়নাল আবেদীনসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

Comments (০)
Add Comment