চট্টগ্রামে করোনা সন্দেহে মুক্তিযোদ্ধার মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা সন্দেহে আইসোলশেনে থাকা সীতাকুণ্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার আলীম উল্লাহর (৭০) মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলের দিকে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি নিশ্চিত করেছেন।

আলিম উল্লাহ উপজেলার মুরাদপুর ইউনিয়নের বসরতনগর এলাকার মরহুম ছায়েদুর রহমানের ছেলে।

ডা. সেখ ফজলে রাব্বি জানান, জেনারেল হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বিদেশ ফেরত নন। তার পরিবারে কেউ বিদেশ ফেরত নেই। এছাড়া তিনি বিদেশফেরত কারো সংস্পর্শেও আসেননি।

তিনি জানান, মারা যাওয়া ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। রাতের মধ্যে রিপোর্ট পাবো আশা করছি। রিপোর্ট পেলে বোঝা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

Comments (০)
Add Comment