চিলাহাটি বাসীর জন্য নববর্ষের উপহার লাল সবুজ রংঙ্গের র‌্যাক নিয়ে নীলসাগর চলাচল

আবু ছাইদ. ডোমার (নীলফামারী) সংবাদদাতা : আগামী ১লা জানুয়ারী ২০১৭ সালে নববর্ষের উপহার স্বরুপ চিলাহাটি বাসীর জন্য নীলসাগর এক্সপ্রেস নিয়ে আসবে নতুন সংযোজন লাল সবুজ রঙ্গে রাঙ্গিয়ে নতুন কোচ । বহু ত্যাগতিতিক্ষা শিকারের পর চিলাহাটি বাসির দাবীর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে ২৮ শে জানুয়ারী  নীলফামারী জেলার ডোমার উপজেলার সীমান্তবর্তী রেলষ্টেশন চিলাহাটি থেকে এক অনুষ্ঠানের মাধ্যেমে ঢাকা গামী নীলসাগর এক্সপ্রেস উদ্ভোধন করেন রেল মন্ত্রী মজিবুল হক। ট্রেনটি প্রতিদিন ঢাকা থেকে ৮.৩০ মিনিটে ছেড়ে ৬.১৫ মিনিটে চিলাহাটি পৌছে রাত ৯.৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটিতে ১ম শ্রেনী বগি একটি এসিবার্থ একটি এসি চেয়ারকোচ একটি  ও ৭টি সোভন কোচ নিয়ে গাড়ীটি চলাচল করছে। আগামী ১লা জানুয়ারী ইন্দোনেশিয়ায় নির্মিত নতুন লাল সবুজ রংঙ্গের ১৩টি কোচ নিয়ে চলাচল করবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। এরমধ্যে একটি এসিবার্থ একটি চেয়ার কোচ একটি ১ম শ্রেনী ১টি সিনিগ্ধা শ্রেনী একটি পাওয়ার কার সহ ৮টি শোভন শ্রেনী নিয়ে ট্রেনটি চলাচল করবে।

Comments (০)
Add Comment