ছেলেরা নিজেদের প্রমাণ করেছে, জিম্বাবুয়েকে হারিয়ে শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি : এএফপি

বাংলাদেশের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন জিম্বাবুয়ের টেলএন্ডাররা। ফারাজ আকরাম যেভাবে এগোচ্ছিলেন, এক ওভার পেলে হয়তো ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তেন। ৯১ রানে আট উইকেট হারানো জিম্বাবুয়ে শেষ পর্যন্ত থামে ১৫৬ রানে। আকরামের ব্যাট থেকে ১৯ বলে আসে অপরাজিত ৩৪ রান।

বুক চিতিয়ে লড়াই করেছে জিম্বাবুয়ে। ৯ রানে হারলেও শেষ বল পর্যন্ত জয়ের মানসিকতা নিয়ে লড়ে গেছে। যেখানে ৯১ রানে প্রতিপক্ষের আট উইকেট ফেলে দিয়ে অনেকটাই গা ছাড়া হয়ে পড়ে বাংলাদেশ। সেই সুযোগটাই লুফে নেয় সফররতরা। যদিও, অঘটন ঘটেনি। ম্যাচের পাশাপাশি সিরিজও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার (৭ মে) তৃতীয় টি-টোয়েন্টিতে জিতে এবার ঢাকায় ফেরার পালা। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। এর আগে পুরস্কার বিতরণী মঞ্চে এসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, ছেলেরা নিজেদের প্রমাণ করেছে।

শান্ত বলেন, ‘ছেলেরা নিজেদের প্রমাণ করেছে। আমার মনে হয়েছিল, ওই সময় আমাদের পরিকল্পনামাফিক এগিয়ে যাওয়া উচিত। যেখানে ওরা মারছিল, সেখানে আমারা ফিল্ডার রাখতে চেয়েছি। শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পেরেছি। এখন নজর রাখছি পরের ম্যাচে।‘

ম্যাচ হেরে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা বলেন, ‘ছেলেরা চেষ্টা করেছে। শেষের দিকে দারুণ খেলেছে। আমার মনে হয়, আমরা অভিজ্ঞতার কাছে হেরেছি।’

সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। আগামী ১০ ও ১২ মে।

Comments (০)
Add Comment