জলঢাকায় গাজাসহ আটক-৩

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : জলঢাকায় গাঁজাসহ ৩ জনকে আটক করেছে থানাপুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার কৈমারী ইউনিয়নের চেংমারী এলাকা থেকে এদেরকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে ৪ কেজি ১৭৫ গ্রাম গাঁজা ও অপরাধ কাজে ব্যবহৃত ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

 

আটককৃতরা লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নিজ গুড্ডিমারী এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী আমেনা বেগম (৫২), তার ছেলে রিপন পালোয়ান (৩০), অপরজন ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলী গ্রামের মহুবর রহমানের ছেলে আব্দুস সামাদ ওরফে সোনামিয়া (৩২)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় গাঁজা সরবরাহকালে কৈমারী ইউনিয়নের চেংমারী বড়ঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। জলঢাকা থানার এস.আই মোস্তানফির বিল্লাহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

 

ঘটনার সত্যতা স্বীকার করে জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে নীলফামারী জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Comments (০)
Add Comment