জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলে বগুড়ার শেরপুর সাহিত্যচক্রের সভা অনুষ্ঠিত

শেরপুর(বগুড়া) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলে বগুড়ার শেরপুর সাহিত্যচক্র কর্তৃক আয়োজিত শেরপুরের বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজের হল রুমে গত(২৭ আগস্ট) শনিবার বিকেলে এক সাহিত্যসভা অনুষ্ঠিত হয়।
সভায় শেরপুরের প্রবীন কবি মুহম্মদ রহমতুল বারীর সভাপতিত্বে কবির জীবন ও কর্মের উপর আলোচনায় অংশ গ্রহন করেন লেখক ও শিাবিদ মিনতি কুমার রায়, কবি ও লেখক নূর মোহাম্মদ তালুকদার, সাহিত্য গবেষক ড. বেলাল হোসেন, কবি ও প্রাবন্ধিক  হোসনে আরা মনি, প্রাবন্ধিক – অধ্য  এস এম বেলাল হোসেন, কবি ও লেখক ডা. আমিরুল ইসলাম চৌধুরী দারা, শিানুরাগী ও সমাজসেবক শাহ জামাল সিরাজী, বগুড়ার পর্যটন ব্যাক্তিত্ব শহিদুল ইসলাম সাগর, সাকিল মাহমুদ প্রমুখ। এছাড়া অনেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা থেকে আবৃত্তি এবং স্বরচিত লেখা পাঠ করেন।

রাজশাহী বিভাগসারাদেশসাহিত্য পাতা
Comments (০)
Add Comment