জ্বলছে আগুন, উত্তাল ইরাক, সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক: গেল বুধবার রাতে ইরাকের নাজাফ শহরে ইরানের কনস্যুলেট ভবনে আগুন দিয়েছিল ইরাকি বিক্ষোভকারীরা। এ ঘটনাকে কেন্দ্র করে কর্তৃপক্ষ নাজাফে কারফিউ জারি করে।

এর পর বৃহস্পতিবার দুটি সেতু অবরুদ্ধ করে রাখা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দেশটির নিরাপত্তা বাহিনী গুলি ও টিয়ারশেল ছুড়ে। সেখানেই নিরাপত্তা বাহিনীর গুলিতে সরকারবিরোধী অন্তত ৪৫ জন ইরাকি বিক্ষোভকারী নিহত হয়েছেন।
ইরাকের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান আদেল আবদেল মাহদির নির্দেশে কমান্ডারদের নেতৃত্বে বিক্ষোভকারীদের ওপর এ মিশন চালানো হয়।

ইরানের কনস্যুলেট ভবনে আগুন দেয়ার পর বুধবার রাত থেকেই বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দিতে অবস্থান নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে এই হতাহতের ঘটনা ঘটে।

কর্মসংস্থান সংকট দূরীকরণ ও সরকারের দুর্নীতি বন্ধসহ বেশ কিছু ইস্যুকে সামনে রেখে গেল ১ অক্টোবর থেকে ইরাকের রাজধানী বাগদাদসহ দেশটির বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে।

সাম্প্রতিক সময়গুলোতে ইরাকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত ৩ শতাধিক লোক নিহত হয়।

Comments (০)
Add Comment