ঝাঁলমূড়ি বিক্রি করে সংসার চলে রায়গঞ্জের বেলালের

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী বাজার গ্রামপাঙ্গাসী মোড় রিপন কস্মেটিক্স এর দোকানের সামনে ঝাঁলমুড়ি বিক্রি করে সংসার চালাচ্ছেন উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া গ্রামের মোঃ বেলাল হোসেন।
প্রায় ৪/৫ বছর ধরে বেলা ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ঝাঁলমুড়ি বিক্রি করেন তিনি। বেলাল এক সময় অন্যের বাড়িতে তাঁতের কাজ করে সংসার চালাতেন। সে সময় তাঁত শ্রমিকদের মজুরি কম থাকায় শুরু হয় ঝাঁলমুড়ি বিক্রি।আয়ের বিষয়ে তিনি বলেন, ৪০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত আয় হয়। এখন সব কিছুরই বাড়তি দাম।
তারপরেও চেস্টা করছি মানুষকে ভাল কিছু খাওয়ানোর। উপজেলার বিভিন্ন প্রতিস্ঠানের শিক্ষার্থী ও এখানকার অনেক মানুষ তার নিজ হাতে বানানো ঝাঁলমুড়ি খেয়ে প্রশংসা করছেন।
Comments (০)
Add Comment