টোকিও অলিম্পিক সার্ফিংয়ে ব্রাজিলের ইতিহাস

টোকিও অলিম্পিকে প্রথম সার্ফিং শর্টবোর্ডের ইতিহাসে নাম লেখালেন ব্রাজিলের ইতালো ফেরেইরার। অলিম্পিকে প্রথমবার যুক্ত হওয়া সার্ফিংয়ের পুরুষ ক্যাটাগরিতে ব্রাজিলকে সোনার পদক উপহার দিয়েছেন ফেরেইরা।

আজ মঙ্গলবার সুরিগাসাকি সার্ফিং বিচে দুর্দান্ত লড়াইয়ে জাপানের কানোয়া ইগারাশিকে পেছনে ফেলে স্বর্ণ জিতেছেন ফেরেইরা।

অথচ চ্যালেঞ্জিং কন্ডিশনে প্রথমে বোর্ডই ভেঙে গিয়েছিল ফেরেইরার। ১৫.১৪ পয়েন্ট হয়ে নিয়ে সেরা হয়েছেন ব্রাজিলের এই সার্ফার। ইগারাশির পয়েন্ট তুলেছেন মাত্র ৬.৬০। ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার ওয়েন রাইট।

সার্ফিংয়ে ফেরেইরার দিকেই নজর ছিল সবার। ২০১৯ সালে অনুষ্ঠিত বিশ্ব সার্ফ লিগের চ্যাম্পিয়ন তিনি। এবার তাঁর মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। জিতলেন টোকিও অলিম্পিকের স্বর্ণ পদক।

Comments (০)
Add Comment