ড্রাগ সুপার আতংকে বগুড়ার শেরপুরের ঔষধ ব্যবসায়ীরা

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ ঔষধ, দোকানের লাইসেন্স নবায়ন না করাসহ নানা অনিয়মের অভিযোগ থাকায় গত ৩দিন ধরে চলছে বগুড়ার শেরপুর শহর ও শহরতলী ঔষধের দোকানে বিশেষ অভিযান। আর এ অভিযানে জরিমানাও করা হচ্ছে। তবে ড্রাগ সুপার আগমনের খবরে ঔষধের দোকানগুলো বন্ধ রাখছে দোকানীরা। ফলে ্ঔষধ কিনতে না পেরে ফিরে যাচ্ছে রোগী ও তাদের পরিবারের সদস্যরা।
জানা যায়, শেরপুর উপজেলা ও শহরে প্রায় ২ শতাধিক ঔষধের দোকানে গত ৩দিন ধরে বগুড়া ঔষধ প্রশাসনের কার্যালয়ের ড্রাগ সুপারিনটেনডেন্ট পরিদর্শন ও অভিযান চালায়। আর এসব অভিযান চালানোর খবর পাওয়া মাত্র শহরের প্রতিটি ঔষধের দোকান বন্ধ রাখছে দোকানীরা। এর ফলে দোকানে ঔষধ কিনতে এসে ফিরে যাচ্ছে ক্রেতারা। এ প্রসঙ্গে বগুড়ার ঔষধ তত্বাবধায়ক আহসান হাবিব বলেন, রুটিন পরিদর্শনের পাশাপাশি ঔষধের দোকানগুলোর লাইসেন্স নবায়ন সংক্রান্ত কাগজপত্র, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ইত্যাদি বিষয়ে নজরদারি ও প্রয়োজনের জরিমানা আদায় করাও হচ্ছে।

রাজশাহী বিভাগসারাদেশ
Comments (০)
Add Comment