দারুণ রেকর্ডের সামনে তামিম

বাংলাদেশি ব্যাটার তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। চার বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল। এই সিরিজে নতুন একটি রেকর্ড গড়তে পারেন অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্টে ৫ হাজার রানের ক্লাবে ঢুকতে যাচ্ছেন তিনি। আর মাত্র ১৯ রান দরকার তাঁর।

টেস্টে তামিমের ঝুলিতে এখন আছে ৪৯৮১ রান। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৫ হাজার রান করেছেন মুশফিকুর রহিম। গত মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১০৫ রানের ইনিংস খেলে এই কীর্তি গড়েন তিনি। ৮২ টেস্টে ৫২৩৫ রান করেছেন মুশফিক।

২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় তামিমের। এখন পর্যন্ত ৬৭ টেস্টে ৩৯.৫৩ গড়ে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফসেঞ্চুরি করেন।

টেস্টে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটার :

ব্যাটার                     ম্যাচ     ইনিংস      রান

মুশফিকুর রহিম         ৮২       ১৫১       ৫২৩৫

তামিম ইকবাল           ৬৭       ১২৮      ৪৯৮১

সাকিব আল হাসান     ৬১        ১১২     ৪১১৩

মুমিনুল হক               ৫৩       ৯৮      ৩৫২৫

হাবিবুল বাশার             ৫০       ৯৯      ৩০২৬