দিনাজপুরে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২৭৫ জন করোনা শনাক্ত

মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর: গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ২৭৫ জন কোভিড -১৯ শনাক্ত এরমধ্যে (সদর-১৯০, বিরল-১৫, বিরামপুর-২৬,বীরগঞ্জ-২, চিরিরবন্দর -২,  ফুলবাড়ী-১৪, হাকিমপুর-৪, কাহারোল- ৪, নবাবগঞ্জ -৫, পার্বতীপুর- ১৩), নতুন করে সুস্থ হয়েছে ৩১ জন ( বিরল-১, বিরামপুর-১, বীরগঞ্জ- ২, চিরিরবন্দর- ১, সদর- ২৪, পার্বতীপুর- ২) ২৪ ঘন্টায় সদর উপজেলায় মৃত্যুবরণ করেছে ৩ জন। এ নিয়ে জেলায় মোট রোগী -৬৭১৮ জন, মোট সুস্থ -৫৭২৬ জন, মোট মৃত্যু-১৪৭ জন।
বৃহস্পতিবার (১৭ জুন) দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এ বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুরে গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে ৭৪৪ টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে দিনাজপুরে ২৭৫ টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।
দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৬৭১৮ জন, সুস্থ হয়েছে ৫৭২৬ জন, মৃত ব্যক্তির সংখ্যা ১৪৭ জন। আক্রান্তদের মধ্যে
সদরে ৩৮৭৪ জন(সুস্থ ৩২২৬ জন ), (মৃত্যু -৭৪ জন),
বিরলে ৩৬৮ জন(সুস্থ ৩৩৩ জন),(মৃত্যু-৮ জন),
নবাবগঞ্জে ১৬৯ জন (সুস্থ ১৫৩ জন), (মৃত্যু-৩ জন),
ফুলবাড়ীতে ২৩০ জন (সুস্থ ১৯১ জন), (মৃত্যু-৮ জন),
পার্বতীপুরে ৫১২ জন (সুস্থ ৪৬২ জন),(মৃত্যু -১১ জন),
বোচাগঞ্জে ১৭৪ জন (সুস্থ ১৫৩ জন),(মৃত্যু-৫ জন),
ঘোড়াঘাটে ৯৬ জন(সুস্থ ৯৩ জন),
কাহারোলে ১৭৪ জন (সুস্থ ১৬৭ জন),(মৃত্যু -৫ জন),
হাকিমপুরে ১৩৯ জন(সুস্থ ১০৬ জন),,(মৃত্যু -১ জন),
চিরিরবন্দর ২৫৯ জন (সুস্থ ২২৯ জন),(মৃত্যু -১২ জন),
বিরামপুর ৪০৫ জন (সুস্থ ৩২৭ জন),(মৃত্যু -১০ জন),
বীরগঞ্জ ১৮৭ জন (সুস্থ ১৬৬ জন),(মৃত্যু-৬ জন),
খানসামা ১২৭ জন (সুস্থ ১২০ জন),(মৃত্যু-৪ জন)।
এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছে ৮০৯ জন, হাসপাতালে ভর্তি ৮১ জন, শনাক্তের হার-৩৬.৯৩%।
২৪ঘন্টায় নমুনা সংগ্রহ=৩৯৭,মােট নমুনা সংগ্রহ=৪৬৬১৬, ২৪ঘন্টায় নমুনা পরীক্ষা=৭৪৪,মােট নমুনা পরীক্ষা=৪৩৫৫২, ২৪ঘন্টায় কোয়ারেন্টাইন=৫১১,মােট কোয়ারেন্টাইন=৩৬২২০, ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র =৯২,মােট কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র=৩৪৬৬৬।।
Comments (০)
Add Comment