দূর্গাপুরে জুয়া খেলার সময় এলাকাবাসীর ধাওয়া, পালালো জুয়ারিরা

মশিউর রহমান, নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দূর্গাপুরে রাতের আঁধারে জুয়া খেলার সময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায় জুয়ারীরা। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত নয়টার দিকে উপজেলার পালি বাজার এলাকার কান্দর বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেশ কয়েক দিন ধরে কান্দর বিলে দূর্গাপুরের বিভিন্ন গ্রামের বেশ কয়েক জন যুবক টাকা দিয়ে জুয়া খেলছে। এমন সংবাদ পেয়ে গতকাল রাতে এলাকার লোকজন তাদের ধাওয়া করলে সেখান থেকে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আরো বলেন, এই জুয়া খেলার কারনে অনেক পরিবার শেষ হয়ে গেছে।

এখনই তাদের প্রতিহত না করলে এটা আরো বেশি খারাপের দিকে চলে যাবে। তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ এদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেয়। নির্ভরযোগ্য সুত্র জানায়, জুয়া খেলার জন্য বেশ কয়েকটি দল রয়েছে এই উপজেলায়। তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে জুয়া খেলে।

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জুয়া খেলার জন্য নিজর্ন এলাকা বেছে নেয়।

এ বিষয়ে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী জানান , জুয়ারিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এমন অভিযোগ পেলেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।