দেশব্যাপী ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

 রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাঙালির আত্মত্যাগের দিনটিতে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেটসহ দেশের সব জেলায় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। শ্রদ্ধা জানাতে ফুল হাতে হাজারো মানুষ। বাজছে একুশের গান।

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে চট্টগ্রামে বিউগলের সুরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানানো হয়। বিশিষ্টজনরাসহ সর্বস্তরের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে।

বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার এ দিনে রাজশাহী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় কমিশনার, সিটি মেয়রসহ সর্বস্তরের মানুষ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন জাতীর শ্রেষ্ঠ সন্তানদের।

একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথম শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ।এরপর সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

ময়মনসিংহ নগরীর টাউনহল কেন্দ্রীয় শহীদ বেদিতে শ্রদ্ধা জানান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ সর্বস্তরের মানুষ।

শহীদ দিবসের প্রথম প্রহরে খুলনার শহীদ হাদিস পার্কে শহীদ মিনারের বেদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, সিটি মেয়র, বিভাগীয় প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানায় মেহেরপুরবাসীও। শহীদ মিনারে ফুল দেয় সর্বস্তরের মানুষ।

খাগড়াছড়ি পার্বত্য জেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে হাজারো মানুষের। শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লালত্রিপুরাসহ অন্যরা।

গাজীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন,মেট্রোপলিটন ও জেলা পুলিশ, মহানগর আওয়ামী যুবলীগ এবং অঙ্গসংগঠন, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানায় গোপালগঞ্জবাসী। শহীদ মিনারে ফুল দেয় সর্বস্তরের মানুষ।

হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

একুশের প্রথম প্রহরীতে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাতক্ষীরাবাসী।

কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। ঢল নামে বিভিন্ন পর্যায়ের মানুষের।

নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজৈনতিক, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে।

এছাড়া, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, গাইবান্ধাসহ দেশব্যাপী পালন হয় বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় দিনটি।

Comments (০)
Add Comment