দেশে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৫: আইইডিসিআর

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম:: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণের সংখ্যা ৩৫, তার মানে সর্বমোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১২৩। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩টি, সর্বমোট ১২। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে কেউ সুস্থ হয়নি। তার মানে সর্বমোট রিকোভারির সংখ্যা ৩৩।’

সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টায় করোনা পরিস্থিতি নিয়ে আইইডিসিআর-এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

ডা. ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণের সংখ্যা ৩৫, মোট ১২৩। মৃত্যু ৩টি, মোট ১২। নতুন কেউ সুস্থ হয়নি।’

তিনি জানান, ‘নতুন আক্রান্তদের মধ্যে ৪১ থেকে ৫০ বছর বয়সী ১১ জন, ২১-৩০ বছর বয়সী ৬ জন। পুরুষ ৩০ জন, মহিলা ৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জনের মধ্যে ১২ জনই নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে এখন মোট আক্রান্ত ২৩ জন। এলাকাভিত্তিক ঢাকায় সর্বোচ্চ আক্রান্ত ৬৪ জন। এরপরই মাদারীপুর।’ ব্রেকিংনিউজ

আইইডিসিআর পরিচালক আরও বলেন, ‘ইতোমধ্যে আপনারা জানেন যে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় একটি প্রেস ব্রিফিংয়ে আপনাদেরকে তথ্য দিয়েছেন। প্রাথমিক তথ্যের ভিত্তিকে উনি সংক্রমণের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বলেছেন। পরবর্তীতে আমাদের যেহেতু এখন বাংলাদেশের অনেকগুলো কেন্দ্র থেকে এই পরীক্ষা করা হয় এবং ফলাফল আসে সেই সমস্ত ফলাফল সন্নিবেশ করার পরে এবং তথ্যের ভেরিফিকেশনের পরে আপডেটেড যে তথ্য আছে সেটাই আপনাদের জানাচ্ছি।’

এ কথা বলার পরই তিনি গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যুর খবর জানান।

এদিকে আইইডিসিআর-এর ব্রিফিংয়ের কয়েক ঘণ্টা আগেই রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) করোনাভাইরাস নিয়ে এক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, দেশে গত ২৪ ঘণ্টায় (৫ এপ্রিল সকাল ৮টা থেকে ৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) করোনা ভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ২৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১১৭ জনে দাঁড়িয়েছে। মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৩ জন।

ব্রেকিংনিউজ

Comments (০)
Add Comment