দেশে আরও ৭ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১২

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় একদিনে রেকর্ড সংখ্যক ৩১২ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ২ হাজার ৪৫৬ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন। মোট সুস্থ এখন ৭৫ জন।
রবিবার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি।ব্রেকিংনিউজ
বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরে বলেন, ‘নতুন আক্রান্তদের মধ্যে ৬৬ ভাগ পুরুষ ও ৩৪ ভাগ পুরুষ। আক্রান্তদের মধ্যে ৪৪ ভাগ ঢাকার ভেতরে, নারায়ণগঞ্জে ৩১ ভাগ ও দেশের বিভিন্ন অঞ্চলে বাকি ২৫ ভাগ।’
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৭ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন মহিলা। তাদের তিনজন ঢাকার ভেতরে ও চারজন নারায়ণগঞ্জে।’
ডা. নাসিমা সুলতানা বলেন, ‘নতুন সনাক্ত ৩১২ জনের বয়সের বিশ্লেষণ করে দেখা যায়, ৩১ থেকে ৪১ বছর বয়সীদের মধ্যে আক্রান্ত ২৩.০৪ ভাগ, ২১ থেকে ৩০ এর মধ্যে ২২.০৩ শতাংশ এবং বাকি শতাংশগুলো কমবেশি অন্যান্য বয়সের মধ্যে আছে।’
দেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস সনাক্ত হয়েছিল। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ধীরে ধীরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করে।

Comments (০)
Add Comment