দ.আফ্রিকায় ট্রাক-বাস সংঘর্ষে কমপক্ষে ১৯ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৯ শিশু নিহত হয়েছে। বাসটিতে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণিতে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ছিল বলে জানা গেছে।
দেশটির সরকারি কর্মকর্তারা মর্মান্তিক এ দুর্ঘটনার খবর জানিয়ে বলেন- রাজধানীর সরাসরি উত্তরে একটি ট্রাকের সাথে জোরে ধাক্কা লাগার পর বাসটিতে আগুন ধরে যায়। এসময় শিক্ষার্থীদের অনেকেই বাসের ভেতর আটকা পড়ে। বাসের চালক নিহত হলেও ট্রাকের চালক প্রাণে বেঁচে গেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। খবর: বিবিসি।
গুতেং প্রদেশের শিক্ষা বিষয়ক কর্মকর্তা পেনিয়াজা লিসুফি জানান, এটি ছিল একটি ‘অন্ধকার দিন। তবে জরুরি সার্ভিসের কর্মীরা বাসটিতে আগুন ধরে যাওয়ার আগেই ৭ শিশুকে উদ্ধার করতে পেরেছে।’
গুতেং শিক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ট্রাকের গতিকে পাত্তা না দিয়ে বাসের চালক মোড় ঘোরার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, হাসপাতালের জরুরি বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের সেবা কার্যক্রম চালান। দমকল বাহিনীর কর্মীদের সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে দেখা গেছে। ব্রেকিংনিউজ

Comments (০)
Add Comment